সদাচরণ বা উত্তম আচরণ – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ – ভিডিও ও অডিও

আল্লাহ তাআলা বলেন,

আর উপাসনা কর আল্লাহর, শরীক করো না তাঁর সাথে অপর কাউকে। পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার কর এবং নিকটাত্নীয়, এতীমমিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিকগর্বিতজনকে। (:৩৬)

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

কোমলতা যেখানেই থাকবে সেটাই হবে সৌন্দর্যমন্ডিত। আর যেখান থেকেই তা উঠিয়ে নেওয়া হবে, সেটাই হবে দোষযুক্ত। সহীহ মুসলিম (২৫৯৪)

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখিয়েছেন

যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন কর। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান কর। আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা কর। (মুসনাদে আহমদ হাদীস : ১৭৪৫২)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

তোমরা দোজখের আগুন থেকে বেঁচে থাকো, একটি খেজুর দিয়ে হলেও। যদি তা না পাও, তাহলে মধুর ভাষা ও ব্যবহারের বিনিময়ে।’ (বুখারি)

সদাচরণ বা উত্তম আচরণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফভিডিও ও অডিও

ভিডিও ডাউনলোড করুন।

অডিও ডাউনলোড করুন।

Source: TawhidMedia

আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অডিও লেকচারগুলো ডাউনলোড করুন।

Posted on মার্চ 13, 2017, in আব্দুর রাজ্জাক, ভিডিও লেকচার and tagged , , , , , , , . Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

রিপ্লাই