আল্লাহর নিকট ক্ষমা চাওয়া – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ – ভিডিও

আর তোমরা তোমাদের ররের কাছে ক্ষমা চাও অতঃপর তাঁরই দিকে ফিরে এসো, নিশ্চয় আমার রব অসীম দয়ালু, অতি ভালবাসা পোষণকারী। হুদ, ১১/৯০

وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِنْ تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ

আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, এরপর তাঁরই দিকে ফিরে এসো, তাহলে তিনি নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী উপভোগ করতে দিবেন এবং অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাঁর অনুগ্রহ অনুযায়ী দান করবেন, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে অবশ্যই আমি তোমাদের উপর এক মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। হুদ, ১১/

وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আলবাকারাহ, /১৯৯, ৭৩/২০

وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا

আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল, অসীম দয়ালু। আননিসা, /১০৬

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

অতঃপর তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি হলেন তাওবা কবুলকারী। নাসর, ১১০/

আল্লাহর নিকট ক্ষমা চাওয়া – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিডিও

ভিডিও ডাউনলোড করুন

অডিও ডাউনলোড করুন

Source: youtube/tawhidmedia

Source: web/tawhidmedia

Posted on জানুয়ারি 4, 2017, in আব্দুর রাজ্জাক, ভিডিও লেকচার and tagged , , , , , , , . Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

রিপ্লাই