উম্মুল মু‘মিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন– রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে (অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না)। মুসলিমের বর্ণনার ভাষা হলো এই যে, যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না (অর্থাৎ প্রত্যাখ্যাত হয়ে যাবে)।
[বুখারি শরিফ: ২৬৯৭, মুসলিম শরিফ: ১৭১৮]
দ্বীনের নামে জালিয়াতী – খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর – ভিডিও
ভিডিও ডাউনলোড করুন।
Source: As-sunnah Trust
Source: youtube/As-sunnah Trust
আবদুর রাজ্জাক্